Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

জিএম ইমরান, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৯, ১০ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২০:১০, ১০ ফেব্রুয়ারি ২০২২

শুক্রবার শাবিতে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আগামীকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শাবিতে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থী সুদীপ্ত ভাস্কর বিষয়টি নিশ্চিত করেন।

 

আন্দোলনকারীরা জানান, শিক্ষামন্ত্রী আলোচনার জন্য আগামীকালই সিলেট আসতে পারেন। কোথায় আলোচনা হবে সে বিষয়ে আমাদের অভিমত জানতে চেয়েছেন। আমরা নিজেরা জরুরি সাধারণ সভা করে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবো। তবে আমরা অবশ্যই ক্যাম্পাসেই উনার সঙ্গে কথা বলতে চাই।

শিক্ষামন্ত্রীর সিলেট সফর নিয়ে মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগের দাবির আন্দোলনে প্রথম থেকে শিক্ষামন্ত্রীর পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল যোগাযোগ রক্ষা করছিলেন। তার মধ্যস্থতায় শিক্ষামন্ত্রীর সঙ্গে ভিডিও কলে শিক্ষার্থীদের বৈঠকও হয়।

শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমকে শিক্ষামন্ত্রীর শাবিতে আসার বিষয়ে জানান, শিক্ষামন্ত্রী দুই-চার দিনের ভেতরে আসবেন। তবে কবে আসবেন তা এখনো নিশ্চিত হয়নি।

এদিকে, শাবি প্রক্টর অধ্যাপক ড. আলমগীর কবিরকে অব্যহতি দেওয়া হয়েছে। নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগে সহযোগী অধ্যাপক মো. ইসরাত ইবনে ইসমাইল। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) শাবি রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানান।

আইনিউজ/জিএম ইমরান/এসডি

আরও পড়ুন- 

আইনিউজ ভিডিও 

শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়