Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, আই নিউজ

প্রকাশিত: ১২:৫২, ২০ মে ২০২৩

আজ থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি নেবে। এই নিয়ে তৃতীয়বারে দেশে ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। 

আজ শনিবার ‘বি’ (মানবিক) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হল পরীক্ষা। ২৭ মে (শনিবার) ‘সি’ ইউনিট এবং ৩ জুন (শনিবার) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। 

এবছর গুচ্ছ ভর্তি পরিক্ষায় সারাদেশে ‘এ ’(বিজ্ঞান) ‘বি’ (মানবিক) ‘সি’ (বাণিজ্য) বিভাগে ৩লাখ ৩হাজার ২৩২জন অংশ নিচ্ছেন। এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১লাখ ৬৬হাজার ৯৩৩জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৬হাজার ৫৪৪জন, ও ‘সি’(বাণিজ্য) ইউনিটে ৩৯হাজার ৮৬৪ জন শিক্ষর্থী।

প্রতিটি পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত। শিক্ষার্থীদের ১ ঘণ্টার মধ্যে ১০০ নম্বরের নৈর্ব্যত্তিক পদ্ধতির পরীক্ষায় অংশ নিতে হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের ফল মেধাক্রমসহ প্রকাশ করা হবে সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক ইউনিটে সিলেট অঞ্চলের ৯৫৪৪জন শিক্ষার্থী অংশ নেবেন। 

এছাড়াও, আগামী ২৭ মে ‘সি’ ইউনিটে ৯৪৪ শিক্ষার্থী এবং ৩ জুন ‘এ’ ইউনিটে ৬ হাজার ৩৯ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়