Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ২১ ফেব্রুয়ারি ২০২১

আবারও পুত্র সন্তানের বাবা-মা হলেন সাইফ-কারিনা

বড় ছেলে তৈমুরের সাথে সাইফ-কারিনা

বড় ছেলে তৈমুরের সাথে সাইফ-কারিনা

অবশেষে এলো সেই দিন। দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা জুটি সাইফ আলী খান এবং কারিনা কাপুর। আজ ২১ ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দেন কারিনা।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মা ও সন্তান দুজনেই ভালো রয়েছেন। পুত্র সন্তানের খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন সাইফ আলি খান।

কারিনার বাবা রণধীর কাপুরও এ সংবাদ জানিয়ে বলেন, ‘কারিনা দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিয়েছে। আমরা সবাই এই খবরে খুব খুশি। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আমাদের নতুন অতিথির জন্ম হয়েছে।’

ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সহকর্মীরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন সাইফিনা দম্পতিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়েছে তাদের নতুন পুত্র সন্তানের প্রথম ছবি।

২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ে হয় সাইফ-কারিনার। এরপর তাদের জীবনে আসে প্রথম পুত্র তৈমুর। তবে গত বছরের আগস্টেই পরিবারের সদস্য বাড়ার আভাস দিয়ে রেখেছিলেন এই জুটি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়