Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫,   কার্তিক ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৩:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০২১

বিগ বস ১৪ এর বিজয়ী রুবিনা দিলাইক

রুবিনা দিলাইক

রুবিনা দিলাইক

পর্দা নামল বিগ বসের ১৪তম আসরের। রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জমকালো গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টেলিভিশন অভিনেত্রী রুবিনা দিলাইক জিতেছেন বিগ বসের ১৪তম আসরের বিজয়ীর খেতাব।

১৪০ দিন বিগ বসের বাড়িতে থাকা রুবিনা শুরু থেকে সমানে সমান লড়াই করে গেছেন। ফাইনালে রুবিনার প্রতিদ্বন্দ্বি ছিল রাহুল বৈদ্য, রাখি সাওয়ান্ত, নিক্কি তাম্বোলি ও আলি গণি। যদিও ১৪ লাখ টাকা নিয়ে চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রাখি।

কিন্তু সবাইকে ছাড়িয়ে বিজয়ীর স্থান ছিনিয়ে নিয়ে এসেছেন রুবিনা। অন্যদিকে রানার আপ হয়েছে  রাহুল বৈদ্য।

মূলত, এবারের মৌসুমের সবচেয়ে বেশি দামি প্রতিযোগী ছিলেন রুবিনা দিলাইকই। বিজয়ী হওয়ায় রুবিনা বিগ বসের ট্রফির পাশাপাশি পেয়েছেন ৩৫ লাখ টাকা।

বিগ বস মানেই শুধু কথা কাটাকাটি, ঝগড়া বা মস্তিষ্কের চাপ নয়, সেখানে প্রেমও চূড়ান্ত জায়গা পেয়ে থাকে। আর তাই চলতি সিজনে রুবিনার সঙ্গে বিগ বসের ঘরে হাজির তাঁর স্বামী অভিনবের সঙ্গে দুষ্টু মিষ্টি প্রেম-খুনসুটির সাক্ষী থেকেছে দর্শক।

গত বছরের ৩ অক্টোবর শুরু হয়েছিল বিগ বসের ১৪তম আসরের পথচলা। এবারের আসরই চলেছে অন্যান্য বারের তুলনায় বেশি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়