Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

প্রকাশিত: ১১:০৪, ২৯ আগস্ট ২০১৯
আপডেট: ১১:০৬, ২৯ আগস্ট ২০১৯

কোনালের গানে নাচবেন সানি লিওন

বিনোদন ডেস্ক: সানি লিওন কিংবা বলিউডের হট কেক। একনামেই এই তারকাকে চেনেন টেলিভিশনের দর্শকরা। বাংলাদেশি সঙ্গীত শিল্পী কোনালের একটি গানে এবার নাচবেন বলিউডখ্যাত এই 'হট কেক'।

প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় আকাশ সেনের সুর ও সংগীতে কোনাল এবার যে গানটি করলেন ওই গানে নাচবেন বলিউডের ‘হট কেক’ সানি লিওন। সেলিম খানের প্রযোজনায় শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবিতে থাকছে ‘সানি সানি’ শিরোনামের কোনালের গাওয়া এ গানটি।

এর আগে শাকিব খান অভিনীত ‘পাসওয়ার্ড’ ছবিতে কোনালের গাওয়া প্রথম পার্টি সং ‘আগুন লাগাইলো’ ব্যাপকভাবে আলোচিত হয়। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে জনপ্রিয় এই গায়িকা নতুন আরও একটি পার্টি সং করলেন।

গত ২৫ আগস্ট কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। রেকর্ডিং শেষে কোনাল বলেন, ‘আগুন লাগাইলো’ গানটি গাওয়ার আগে জানতাম না, আমার কণ্ঠে দর্শক কিভাবে গানটি গ্রহণ করবেন। আমি বিস্মিত হয়েছে, নতুন ধাঁচে আমার কণ্ঠে গানটি সব শ্রেণির গান পাগল মানুষ পছন্দ করেছেন।

এবার দ্বিগুণ উৎসাহে ‘সানি সানি’ গানটি করলেন বলে জানিয়েছেন কোনাল। তিনি বলেন, নতুন এই গানটি গাওয়ার সময় নেচে নেচে গাচ্ছিলাম। শুধু আমি নয়, রেকর্ডিংয়ের সময় যারা ছিলেন, সবাই নাচছিলেন। সংগীত পরিচালকের নির্দেশনায় আমি আমার মতো করে গেয়েছি। স্ক্রিনে বাকিটা উপস্থাপন করবেন সানি লিওন।

[caption id="attachment_15294" align="aligncenter" width="480"] সঙ্গীত শিল্পী[/caption]

গানটিকে আইটেম সং বলার চেয়ে ‘সেলিব্রেশন সং’ বলতে চাইলেন কোনাল। তার মতে, এটি মূলত পার্টি গান, নাচানাচির গান। মানুষ গানটি শুনবে এবং নাচতে বাধ্য হবে। এককথায় এটি উদ্‌যাপনের গান। যে কোনো উৎসবে এ গানটির মাধ্যমে ভরপুর নাচানাচি করা যাবে। এত চমৎকার একটি গান করার সুযোগ দেওয়ার জন্য প্রযোজক সেলিম ভাই ও পরিচালক রনি ভাইকে ধন্যবাদ দিচ্ছি।

সানি লিওনি প্রসঙ্গে কোনাল বলেন, মানুষ সানি লিওনকে বাঁকা চোখে দেখেন। কিন্তু আমি তাকে একজন সংগ্রামী মেয়ের প্রতীক হিসেবে দেখি। একজন মানুষ কতটা চড়াই উৎরাই পার করে বলিউডের মতো জায়গায় নিজের শক্ত আসন করে নিতে পারে। বলিউডের মেগাস্টারেরাও তার সঙ্গে অভিনয় করেছেন। তার জন্য গাইতে পেরে ভালো লাগছে।

বিগ বাজেটের ‘বিক্ষোভ’ ছবির শুটিং শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। ছবিতে থাকছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। সানি লিওনকে নিয়ে গানটি শুটিং হবে মুম্বাইতে আগামী ৯ সেপ্টেম্বর। প্রযোজক, পরিচালক দুজনেই জানিয়েছেন, কোনালের গাওয়া এবং সানি লিওনির পারফর্মে গানটিতে খরচ হবে প্রায় কোটি টাকা।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়