Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ২ মার্চ ২০২১
আপডেট: ১৫:৫৪, ২ মার্চ ২০২১

প্রথমবারের মতো সিনেমায় দেখা যাবে শাফিন আহমেদকে

শাফিন আহমেদ

শাফিন আহমেদ

প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ‘মাইলস’ এর শাফিন আহমেদ। কিশোর থ্রিলার নির্ভর গল্প ‘রহস্য ঘেরা শহর’ নামের সিনেমায় দেখা যাকে তাকে।

আগামী ১১ মার্চ থেকে শুরু হচ্ছে ছবিটির শুটিং। এটি নির্মাণ করছেন তারেক মুহাম্মদ খান। ছবিতে অভিনয়ের জন্য রোববার চুক্তিবদ্ধ হয়েছেন এই গায়ক।  

এ বিষয়ে শাফিন আহমেদ গণমাধ্যমকে বলেন, কাজটি নিয়ে অনেকদিন ধরে পরিচালকের সঙ্গে আলোচনা চলছিলো। অবশেষে রাজি হলাম। এতে আমাকে একজন রহস্যমানব হিসেবে দেখতে পাবেন দর্শক।

তারিক মুহাম্মদ হাসান বলেন, কিশোর থ্রিলার গল্পের সিনেমা এটি। শাফিন ভাইকে ধন্যবাদ তিনি আমার ওপর আস্থা রেখে অভিনয়ে করছেন এতে। মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ তরুণ প্রজন্মের কাছে একটি স্বপ্নের নাম। মাইলসের গান শুনে শুনেই তরুণরা ব্যান্ডের গানের প্রতি আগ্রহি হয়। এই মাইলস ব্যান্ডের শাফিন ভাই আমার ছবিতে অভিনয় করছেন এটা আমার বেশ আনন্দের। 

সিনেমাটিতে আরও অভিনয় করবেন শহিদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, ডা. এজাজ ও সুমন পাটোয়ারি। আরো আছেন সামিন, মানিক ও সপ্তর্শীসহ অনেকেই।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়