Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:১১, ৭ এপ্রিল ২০২১
আপডেট: ২২:১১, ৭ এপ্রিল ২০২১

শারীরিক অবস্থার উন্নতি, ডাকে সাড়া দিচ্ছেন ফারুক

আকবর হোসেন পাঠান ফারুক

আকবর হোসেন পাঠান ফারুক

গত সোমবার জানা গিয়েছিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে অচেতন অবস্থায় রয়েছেন ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক আকবর হোসেন পাঠান ফারুক।  গত ২১ মার্চ থেকে কোনো সাড়া দিচ্ছেন না তিনি।

অভিনেতার ছেলে রোশন হোসেন পাঠান শরৎ এই তথ্যটি গণমাধ্যমকে জানিয়েছিলেন। তবে আজ তিনি দিয়েছেন একটি ভালো খবর।

রোশন জানিয়েছেন, ‘আজ বিকেলের দিকে (বুধবার) আব্বু ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছেন। একই সঙ্গে হাতও নাড়িয়েছেন। ডাক্তাররা আশাবাদী হয়েছেন।'

রোশন আরও বলেন, ‘আব্বুর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে'।

রোশন জানান, তার বাবা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি আছেন। সেখানে তার অনেক আত্মীয়স্বজন রয়েছেন। তাদের মাধ্যমেই প্রতিনিয়ত খবর রাখছেন তিনি।

গত ১৩ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফারুক। বিশেষজ্ঞ চিকিৎসক টিমের তত্ত্বাবধানে চলছে ফারুকের চিকিৎসা।

উল্লেখ্য, ১৯৭১ সালে জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ফারুকের চলচ্চিত্রে অভিষেক ঘটে। তিনি লাঠিয়াল, সুজন সখী, নয়নমণি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাইসহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ