Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২১

দ্বিতীয় বিয়ে সেরেছেন মাহিয়া মাহি

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছিলো মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ে নিয়ে চলছে সমালোচনা। গুঞ্জনটা ছিলো এমন- গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন মাহি। এবার সেই গুঞ্জনই সত্যি হলো।

 রাকিব সরকারের সঙ্গে রবিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাহি নিজেই বিয়ের খবর নিশ্চিত করেছেন।

নিজেদের কাবিনের ছবি পোস্ট করে ক্যাপশনে এই নায়িকা লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মি: আমাদের বিবাহ সম্পন্ন হলো।’

মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। সম্প্রতি তার এক স্ট্যাটাস সেই গুঞ্জন আরো উসকে দেয়। মাহি জানিয়েছিলেন, ১৩ সেপ্টেম্বর ‘সারপ্রাইজ’ দেবেন। সেই থেকেই তার দ্বিতীয় বিয়ের খবর আসতে যাচ্ছে বলে গুঞ্জন চলছিল।

এর আগে ২০১৬ সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। চলতি বছরের ২৩ মে মাহি জানান, অপুর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ