Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ৪ জানুয়ারি ২০২২
আপডেট: ১৫:৪৩, ৪ জানুয়ারি ২০২২

আজ মিমের বিয়ে

বর সনি পোদ্দারের সাথে বিদ্যা সিনহা মিম

বর সনি পোদ্দারের সাথে বিদ্যা সিনহা মিম

আজ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের বিয়ে। মঙ্গলবার (৪ জানুয়ারি) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। মিমের পরিবারের গুরুত্বপূর্ণ এক সদস্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সেই সদস্য জানিয়েছে,  সনাতন রীতিতে মঙ্গলবার মিম ও সনি পোদ্দার মালা বদল করবেন। বিয়েতে পারিবারিক ঘনিষ্ঠজন ও মিমের একান্ত কাছের কয়েকজন শোবিজের মানুষ উপস্থিত থাকবেন।

আরও পড়ুন- জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন জয়া আহসান

বিয়ের বিষয়টি গোপন রাখার কারণ প্রসঙ্গে মিমের পরিবারের ওই সদস্য জানান, বাগদানের মতো এটিও সম্পন্ন হওয়ার পর পূর্ণাঙ্গভাবে জানানো হবে।

গত বছরের ১০ নভেম্বর জন্মদিনে বাগদান করেছিলেন মিম। সেই ঘটনা ছিল তার ভক্ত, শুভাকাঙ্খীদের জন্য বড় চমক। 

জানা যায়, ফেসবুকে মজার ছলে সনি পোদ্দারের সঙ্গে আলাপ শুরু হয় মিমের। এরপর সেটা বন্ধুত্ব ও ভালোবাসায় রূপ নেয়।

আরও পড়ুন- মা-বাবা হচ্ছেন ফারুকী-তিশা

মিমের বর সনি পোদ্দারের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। তিনি পড়াশোনা করেছেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। কয়েকটি ব্যাংকে চাকরি করার পর বর্তমানে সিটি ব্যাংকের উচ্চ পদে কর্মরত রয়েছেন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়