প্রকাশিত: ১৬:১৮, ১৯ জুন ২০১৯
আপডেট: ১৬:১৮, ১৯ জুন ২০১৯
আপডেট: ১৬:১৮, ১৯ জুন ২০১৯
গাছে ওঠার আধুনিক যন্ত্র আবিষ্কার করলেন ভারতীয় কৃষক
আইনিউজ ডেস্ক: চোখের পলকে নারিকেল বা সুপারি গাছে চড়তে একটি ভিন্নধর্মী যন্ত্র আবিষ্কার করলেন ভারতের গণপতি ভাট।
এনিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি। ইতোমধ্যে সারাদেশ থেকে কয়েকশো অর্ডারও পেয়েছেন তিনি।
মোটরসাইকেলের মতো দেখতে একটি যন্ত্র দিয়ে গাছ বেয়ে ওপরে উঠে সুপারি পাড়া হচ্ছে। আর ভিন্নধর্মী এই যন্ত্রটি কোনো বিজ্ঞানীর আবিষ্কার না। এর আবিষ্কারক ভারতের কর্ণাটক রাজ্যের এক কৃষক, যার নাম গণপতি ভাট।
২৮ কেজি ওজনের যন্ত্রটি দিয়ে মাত্র ৩০ সেকেন্ডে যেকোনো নারিকেল বা সুপারি জাতীয় গাছে ওঠা যায়। আর এতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় পেট্রোল। গণপতি ভাট জানান, বেশকিছু যন্ত্রের সমন্বয়ে এটি তৈরি করেছেন তিনি।
গণপতি ভাট বলেন, নতুন কোনো কৃষি যন্ত্র বাজারে আসলেই সেটা ক্রয় করা আমার অভ্যাস। তারপর সেটার ভুলগুলো খুঁজে বের করি আমি। এই যন্ত্রটা আমার নিজের তৈরি, যা চোখের পলকে ৩০ মিটার পর্যন্ত উঠতে পারে। পরিবারের সদস্যদেরকেও এ কাজে যুক্ত করেছেন তিনি।
গণপতি ভাটের মেয়ে বলেন, বাবার দেখাদেখি আমিও যন্ত্রটি দিয়ে গাছে উঠার চেষ্টা করি। শুরুতে একটু ভয় লাগলেও এখন কিছুই মনে হয় না। একটি গাছে যেখানে স্বাভাবিকভাবে চড়তে অন্তত ১০ মিনিট লাগে সেখানে এই যন্ত্রটির সাহায্যে এক ঘণ্টায় ৮০ বার ওঠা নামা করা যায়।
যন্ত্রটি কৃষকদের কষ্ট অনেকটা লাঘব করবে বলে মত বিশেষজ্ঞদের। তারা বলেন, ভাট যা করেছেন তা অবশ্যই কৃষকদের উপকারে আসবে। এর দামও খুব বেশি না।
ভিন্নধর্মী যন্ত্রটি কেউ কিনতে চাইলে তাকে ৭৫ হাজার রুপি খরচ করতে হবে বলে জানান ৪৮ বছর বয়সী এই কৃষক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই গেল এক সপ্তাহে অন্তত ৩০০টি যন্ত্রের অর্ডার পেয়েছেন তিনি।
এসটি/ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়