আপডেট: ০৮:০১, ১ আগস্ট ২০১৯
কমলগঞ্জে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
কমলগঞ্জ : বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালী ও আলোচনা সভা করা হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, সূচনা প্রকল্প, পিএইচডি সমন্বয়ে বৃহস্পতিবার (১ আগষ্ট) সকাল ১১ ঘটিকায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কমলগঞ্জ উপজেলা সড়কে গিয়ে শেষ হয়। র্যালী শেষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: মানস কান্তি সিংহের সভাপতিত্বে এ,কে,এম শামসুদ্দিনের (এস,এল,এম,ও) সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: জান্নাতুল নাঈম, ডা: কামরুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক অতুল চন্দ্র দেব, সূচনা প্রকল্পের পুষ্টি বিষয়ক কর্মকর্তা এ,বি,এম মোয়াজ্জেম হোসেন। এ সময় বক্তারা বলেন শিশু জন্মের ১ এক ঘণ্টার মধ্যে মায়ের দুগ্ধ পান করাতে হবে, এটি নবজাতক শিশুর জন্য প্রথম টিকা হিসেবে গণ্য করা হয়। শিশু জন্মের পর থেকে ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুগ্ধ পান করাতে হবে, এমনকি এক ফোটা পানিও পান করানো যাবে না।
বক্তারা বলেন এই বার্তা গুলো গ্রাম অঞ্চলের প্রত্যান্ত অঞ্চলে সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে মায়েদের মধ্যে পৌঁছে দিতে হবে, পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরকারি স্বাস্থ্য কর্মকর্তা গোপেন্দ্র শর্মা, স্বাস্থ্য সহকারি শ্যামকান্ত সিংহ, সবিনয় মালাকার, ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল হামিদ, ,সৃচনা প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী শুক্লা সিনহা, রামানন্দ মল্লিক, এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ড সমন্বয়কারী ফয়সাল আহম্মদ, শারমিন আক্তার, এম,আই মার্জান সহ প্রমুখ।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের