Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৭, ১১ মে ২০২১
আপডেট: ১০:৩৩, ১২ মে ২০২১

চাঁদের দেখা মেলেনি, বৃহস্পতিবার ঈদ সৌদি আরবে

ফাইল ছবি

ফাইল ছবি

আজ মঙ্গলবার (১১ মে) সৌদি আরবের আকাশে চাঁদের দেখা মেলেনি। তাই আগামী পরশুদিন বৃহস্পতিবার (১৩ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে সৌদি আরব। অর্থাৎ এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে কাল বুধবার ৩০ রমজান পূর্ণ হবে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন জনপ্রিয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গণমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছরও সৌদিতে ঈদের নামাজ সীমিত পরিসরে আদায় করতে হবে। করোনা পরিস্থিতিতে সেখানে কারফিউ জারি থাকায় গত বছর সৌদি আরবে ঈদের নামাজ নিজ নিজ ঘরে আদায় করতে হয়েছিল।

গত ১২ এপ্রিল সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ার পরদিন ১৩ এপ্রিল থেকে দেশটিতে রমজান মাস শুরু হয়েছিল। সৌদির সঙ্গে একইদিনে রোজা শুরু হয়েছিল আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরেও।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ পালনের পরের দিনই বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসেবে সৌদি আরবে বৃহস্পতিবার ঈদ পালিত হলে শুক্রবার হবে বাংলাদেশে। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ