Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ১৩ জানুয়ারি ২০২১

করোনা: চীনের হেইলংজিজিয়াং প্রদেশে জরুরি অবস্থা জারি

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চীনের হেইলংজিজিয়াং প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বুধবার এই সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এদিন প্রদেশটিতে ২৮ জন করোনা রোগী শনাক্ত।

উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিজিয়াং প্রদেশের সরকার জরুরি অবস্থা ঘোষণা করে। ভীষণ দরকার না পড়লে প্রদেশ না ছাড়তে এবং সভা-সমাবেশ না করতে জনগণকে বলা হয়েছে। প্রদেশটিতে ৩ কোটি ৭০ লাখেরও বেশি লোক বাস করে।

সম্প্রতি করোনার বিস্তার বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে লকডাউনসহ ভ্রমণ নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশটির উত্তরাঞ্চলের প্রায় ২ কোটিরও বেশি লোক বর্তমানে লকডাউনের আওতায় রয়েছে।

চীনে আগামী মাসে নতুন চন্দ্র বছর উদযাপিত হবে। এ সময়ে প্রচুর লোক ভ্রমণ করে। তাই অন্যান্য দেশের তুলনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কম হলেও উৎসবকালে এর বিস্তার যেন ব্যাপক না হয়, সে লক্ষ্যে তা নিয়ন্ত্রণে দেশটি এখনই কঠোর পদক্ষেপ নিচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়