Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

প্রকাশিত: ১০:২৮, ২৮ আগস্ট ২০১৯
আপডেট: ১০:২৮, ২৮ আগস্ট ২০১৯

ঢাবিতে শুরু ‘বঙ্গবন্ধু বইমেলা’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বিভিন্ন বই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো চার দিনব্যাপী ‘বঙ্গবন্ধু বইমেলা’। ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ডাকসু সাহিত্য মঞ্চ জাতীয় শোক দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করেছে।

বুধবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় ডাকসু সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বইমেলার উদ্বোধন করেন। শনিবার (৩১ আগস্ট) পর্যন্ত এই মেলা চলবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে শাহাব উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের মৃত্যু নেই। আর সে কারণেই এই বইমেলার আয়োজন করা হয়েছে। বইমেলার মাধ্যমে আমরা জানতে পারব, বঙ্গবন্ধু সারাজীবন এই দেশের মানুষের জন্য কষ্ট করেছেন। পাকিস্তানের ২৩ বছরের মধ্যে ১৩ বছর কারাবরণ করেছেন। ‘৫২ -এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ‘৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধুর যে ত্যাগের ইতিহাস তা জানতে পারব। এবং বঙ্গবন্ধু নেতৃত্বের মাধ্যমে এদেশের মানুষকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিলেন- তার সব ইতিহাস আমরা জানতে পারব।’

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়