আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:১০, ২ মার্চ ২০২১
বিশ্বে করোনায় সাড়ে ২৫ লাখের বেশি মানুষের প্রাণহানি

ছবি: সংগৃহীত
প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন বিশ্বের ১১ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৬৯৪ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৫ লাখ ৫১ হাজার ৯৯৫ জন। সুস্থ হয়েছেন নয় কোটি সাত লাখ ৮৫ হাজার ৯৮ জন।
মঙ্গলবার বিকেলে ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটার দেখিয়েছে, দুই কোটি ৯৩ লাখ ১৪ হাজার ২৫৪ জন নিয়ে সংক্রমণের দিক থেকে এখন পর্যন্ত প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া পাঁচ লাখ ২৭ হাজার ২০৬ জন নিয়ে মৃত্যুতেও দেশটির অবস্থান প্রথম। দেশটিতে এ পর্যন্ত করোনার সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ৫৩২ জন।
এক কোটি ১১ লাখ ২৪ হাজার ৫২৭ জন নিয়ে সংক্রমণে দ্বিতীয় ও এক লাখ ৫৭ হাজার ২৭৫ জন নিয়ে মৃত্যুতে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৭ লাখ ৯৮ হাজার ৯২১ জন।
এক কোটি পাঁচ লাখ ৮৯ হাজার ৬০৮ জন নিয়ে সংক্রমণে তৃতীয় ও দুই লাখ ৫৫ হাজার ৮৩৬ জন নিয়ে মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৪ লাখ ৫৭ হাজার ১০০ জন।
৪২ লাখ ৬৮ হাজার ২১৫ জন নিয়ে সংক্রমণে চতুর্থ ও ৮৬ হাজার ৮৯৬ জন নিয়ে মৃত্যুতে সপ্তম অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৩৮ হাজার ৪০ জন।
৪১ লাখ ৮২ হাজার ৯ জন নিয়ে সংক্রমণে পঞ্চম ও এক লাখ ২২ হাজার ৯৫৩ জন নিয়ে মৃত্যুতেও পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৯ লাখ ৫৯ হাজার ৮৮৪ জন।
এদিকে, এক লাখ ৮৬ হাজার ১৫২ জন নিয়ে মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমণের শিকার ২০ লাখ ৮৯ হাজার ২৮১ জন। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৯ হাজার ৯৪৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।
আইনিউজ/আরআর
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে