Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ৭ এপ্রিল ২০২১
আপডেট: ১১:৩৪, ৭ এপ্রিল ২০২১

মূল্য পরিশোধ করেনি ইসরাইল, টিকা আটকে দিয়েছে ফাইজার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মূল্য পরিশোধ না করায় ইসরাইলের টিকার চালান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ তৈরি প্রতিষ্ঠান ফাইজার। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ইসরাইল ফাইজারের কাছ থেকে কেনা প্রথম এক কোটি ডোজের মূল্য পরিশোধ করেছে। কিন্তু পরের চালানগুলোর টাকা এখনও পরিশোধ করেনি। যে কারণে ফাইজার আপাতত টিকা পাঠাতে অস্বীকার করেছে।

টিকা দেওয়ার দিক থেকে বিশ্বে প্রথম স্থানে আছে ইসরাইল। ইতোমধ্যে দেশটির ৯৩ লাখ অধিবাসীর প্রায় অর্ধেকেরও বেশি মানুষকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়ার কাজ শেষ হয়েছে। তবে বরাবরের মতোই টিকা দেওয়ার ক্ষেত্রেও ফিলিস্তিনিদের বাধা দিচ্ছে ইহুদিবাদী দেশটি। পশ্চিমতীর, জেরুজালেম ও গাজায় করোনার টিকা প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল।

গাজায় এ পর্যন্ত ৬৫ হাজার ফিলিস্তিনি করোনায় আক্রান্ত। সেখানে এ পর্যন্ত মারা গেছে ৬০০ এর বেশি মানুষ। পশ্চিমতীরে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৫ হাজার ফিলিস্তিনি এবং মারা গেছে ২ হাজার।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়