Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫,   আষাঢ় ৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ২০ নভেম্বর ২০২৩

ইসরায়েলি হামলায় ১৩ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু

হামলার শিকার একটি ভবন থেকে মৃতদেহ বের করে আনছেন উদ্ধারকর্মীরা। ছবি- আল জাজিরা

হামলার শিকার একটি ভবন থেকে মৃতদেহ বের করে আনছেন উদ্ধারকর্মীরা। ছবি- আল জাজিরা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা চলছে টানা দেড় মাস ধরে। টানা দেড় মাসে ইহুদি বাহিনীর নৃশংস হামলায় ১৩ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। 

রোববার (১৯ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ১৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ হাজার মানুষ।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত সাড়ে ৫ হাজার শিশু এবং সাড়ে ৩ হাজার নারী রয়েছে।

এদিকে, শনিবার (১৮ নভেম্বর) গাজা উপত্যকার উত্তরাঞ্চলে শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় ৮০ জনের বেশি নিহত হয়েছেন। এই হামলায় লক্ষ্যবস্তু হয়েছে শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলও। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান।

এ ছাড়া অবরুদ্ধ গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবির জাবালিয়ায় ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আবু হাবাল নামের এক ব্যক্তির পরিবারের ৩২ জন সদস্য নিহত হয়েছে। তাদের মধ্যে ১৯ শিশুও ছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ওই পরিবারের নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর পাল্টা জবাবে টানা প্রায় দেড় মাস ধরে গাজায় নৃশংস গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি সেনারা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়