Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০২, ১৯ নভেম্বর ২০২৩

গাজায় আল শিফার গণকবর থেকে লা শ তুলে নিল ইহুদি বাহিনী 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজার আল শিফা হাসপাতালটিতে পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি (ইহুদি) বাহিনীর সেনা সদস্যরা। তারা হাসপাতালে গণকবর দেয়া শতাধিক কবর থেকে বুলডোজার দিয়ে লাশ তুলে নিয়ে গেছেন বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল থাওয়াবতার সূত্র দিয়ে শনিবার (১৮ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

ইসমাইল থাওয়াবতা বলেন, ইসরায়েলি বাহিনী আল-শিফা হাসপাতালের ভেতর মরদেহ দাফন করতে নিষেধ করেছিল। সেজন্য হাসপাতালে অনেক মরদেহ জমে যায়। কয়েকদিন আগে কর্তৃপক্ষ হাসপাতাল প্রাঙ্গণে গণকবর খুঁড়ে সেগুলো দাফন করতে বাধ্য হয়। তবে আজ সকালে ইসরায়েলি বাহিনী বুলডোজার নিয়ে এসে গণকবর খুঁড়ে শতাধিক মরদেহ নিয়ে গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সঙ্গে আলাপকালে আল-শিফার পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেন, তিনিসহ অল্প কয়েকজন স্টাফ ও রোগী বর্তমানে হাসপাতালে আছেন। বাকিরা হাসপাতাল থেকে চলে গেছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়