Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৪ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৪, ৩০ নভেম্বর ২০২৩

মার্কিন বিতর্কিত নোবেল বিজয়ী হেনরি কিসিঞ্জার মারা গেছেন

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আমেরিকার ইতিহাস আলোচিত, সমালোচিত এক কূটনীতিকের নাম হেনরি কিসিঞ্জার। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধেও যিনি বিরোধিতা করেছিলেন এবং পরবর্তীতে এ দেশকে তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করেছিলেন। বিতর্কিত এ নোবেল বিজয়ী মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর।

স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) তিনি যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বার্তা সংস্থা রয়টার্স কিসিঞ্জার অ্যাসোসিয়েটস এর বরাতে নিশ্চিত করেছে এ খবর।

কিসিঞ্জার ছিলেন হার্ভার্ডের একজন অধ্যাপক যিনি পরবর্তীতে রাজনীতিতে নাম লেখান। মার্কিন-সোভিয়েত শীতল যুদ্ধের অন্যতম কারিগর মনে করা হয় তাকে।

তিনি ছিলেন ৫৬তম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং জেরাল্ড ফোর্ড এর আমলে তিনি দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ৮ম মার্কিন জাতীয় নিরাপত্তা পরামর্শক। রাজনীতি করতেন রিপাবলিকান দলে।

জার্মানিতে জন্ম নেয়া এ কূটনীতিক ছিলেন ইহুদী ধর্মের অনুসারী।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ