Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৭, ১৫ এপ্রিল ২০২৩
আপডেট: ১৫:০২, ১৫ এপ্রিল ২০২৩

নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে : ফায়ার সার্ভিস

নিউ মার্কেট ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়।

নিউ মার্কেট ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়।

রাজধানী ঢাকার নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মী । এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ের কাজ চলছে।

শনিবার (১৫ এপ্রিল) সকালে ১০টার দিকে দুর্ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ কথা বলেছেন।

এসময় তিনি বলেন, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ের কাজ চলছে। অপরদিকে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দমকল কর্মীসহ আহত ১৭ জনকেথাসপাতালে নেয়া হয়েছে।

আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেল) হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে নিউ মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও ১২টি ইউনিট যোগ দেয়।

ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। ভবনটি ২০১৬ সালে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়।

আই নিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ