আপডেট: ০৯:২০, ১১ আগস্ট ২০১৯
মৌলভীবাজার টাউন ঈদগাহে তিনটি জামাত অনুষ্ঠিত হবে
মৌলভীবাজার : মৌলভীবাজার হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) টাউন ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-আযহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত সকাল সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল সাড়ে সাতটা এবং তৃতীয় জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান আইনিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন ।
মেয়র জানান, প্রথম জামাতে ইমামতি করবেন মুফতি মোহাম্মদ শামছুল ইসলাম, পেশ ইমাম, জেলা জামে মসজিদ ও অধ্যক্ষ, হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) টাউন কামিল মাদ্রাসা, মৌলভীবাজার। সানী ইমাম হিসেবে উপস্থিত থাকবেন হাফিজ মির্জা শামিম আহমদ, পেশ ইমাম, দরগাহ জামে মসজিদ, মৌলভীবাজার।
দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আসাদ আহমেদ চৌধুরী, পেশ ইমাম ধরকাপন জামে মসজিদ, মৌলভীবাজার। সানী ইমাম হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা জয়নুল হক, ইমাম সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদ।
তৃতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা মোজাহিদুল ইসলাম, খতিব, দারুল উলুম টাইটেল মাদ্রাসা জামে মসজিদ। সানী ইমাম হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা হাম্মাদ বিল্লাহ, ইমাম দর্জিরমহল জামে মসজিদ।
মেয়র মো. ফজলুর রহমান বলেন, টাউন ঈদগাহের উন্নয়ন কাজ চলছে। এতে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান মেয়র।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের