নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:০৭, ২৭ জানুয়ারি ২০২১
‘ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া হলে দ্রুত সাহায্য করা হবে’

সংগৃহীত
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ বলেছেন, করোনাভাইরাসের টিকা নেয়ার পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হলে তাদের দ্রুত সাহায্য করা হবে। বুধবার টিকাদান কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জামিল আহমেদ বলেন, ‘টিকা যারা নিয়েছেন তাদের সবাইকে পার্শ্বপ্রতিক্রিয়া টিমের মোবাইল নাম্বার দেয়া আছে। কেউ যদি কোনো ধরনের অসুস্থতা বোধ করেন বা কোনো প্রশ্ন থাকে, তারা যোগাযোগ করতে পারবেন। আমাদের টিম তাদের সহযোগিতা করতে পারবেন।’
তিনি বলেন, ‘পৃথিবীর যত জায়গায় অক্সফোর্ড-আস্ট্রোজেনেকার টিকা দেয়া হয়েছে, তাতে দেখা গেছে এই টিকা তুলনামূলক অনেক নিরাপদ। এর পার্শ্বপ্রতিক্রিয়া অত্যন্ত মৃদু। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ তেমন কোনো সমস্যা হবে না।’
বুধবার বিকেল সাড়ে ৩টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ঘোষণার পরই ৫ জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়। প্রথম ভ্যাকসিন নেন রুনু ভেরোনিকা কস্তা। এরপর আরো ৪ জনকে টিকা দেওয়া হয়। এ সময় তাদের প্রত্যেককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইনিউজ/এসডিপি
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- রিজেন্ট সাহেদ মৌলভীবাজারে!
- ‘মে মাসের শেষের দিকে করোনা চরম পর্যায়ে যেতে পারে’
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- মুজিব শতবর্ষে কুইজ প্রতিযোগিতা, ঘরে বসে লাখ টাকার হাতছানি
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ আঘাত হানবে আগামী মাসেই
- তালিকা হবে রাজাকারদের