Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০, ১ অক্টোবর ২০২৩

আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না খালেদা জিয়া: কাদের 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আদালতের অনুমতি ছাড়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ রোববার (১ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভার শুরুতে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

এসময় তিনি বলেন, খালেদা জিয়ার পরিবার তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চায়। কিন্তু সংবিধান অনুযায়ী প্রচলিত আইন সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের বা নির্বাহী বিভাগের হাতে এমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এ বিষয়ে আদালতের অনুমতি নিতে হবে।

ওবায়দুল কাদের আরো বলেন, চিকিৎসা বা যে কারণেই হোক, বিদেশে যাওয়ার জন্য প্রথমে তাকে আদালতে হাজির হতে হবে। এরপর তিনি আবেদন করবেন। আদালত যদি তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেন তাহলে আমাদের বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়