আই নিউজ ডেস্ক
আওয়ামী লীগ সহ ১৩ দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

মোট ১৩টি দলের সঙ্গে শুরু হয়েছে নির্বাচন কমিশনের বৈঠক। ছবি- সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতির জন্য আওয়ামী লীগসহ ১৩ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু হয়েছে। সংলাপে বিএনপি ও সমমনা দলগুলো আসবে না বলে জানিয়েছে ইসিকে।
আজ শনিবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, প্রথম ধাপের ২২টির মধ্যে ১৩টি দলের দুজন করে প্রতিনিধি অংশ নিয়েছে।
শেষবারের মতো সকালে ২২টি, বিকেলে ২২টি দলের সঙ্গে সংলাপের জন্য চিঠি দেয় ইসি। এতে আওয়ামী লীগসহ ২২টিকে সকালে ও বিএনপিসহ ২২টিকে বিকেলে বসার জন্য আমন্ত্রণ জানায় সংস্থাটি। সকালে ১৫টি দল আসার কথা জানালেও সংলাপে অংশ নেয় ১৩টি দল। আসেনি এলডিপি, বিজেপি, সিপিবি, কল্যাণ পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, বিএমএল, মুসলিম লীগ, খেলাফত মজলিশ ও গণতন্ত্রী পার্টি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সংলাপে অন্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের