Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৯, ১৪ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৮:৩১, ১৪ ডিসেম্বর ২০২৩

প্রধানমন্ত্রীর হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে - শাবিপ্রবি উপাচার্য

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

প্রধানমন্ত্রীর হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।  

অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার যে স্বপ্ন ছিল, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাস্তবায়িত হচ্ছে। এটা কোন শক্তির কোন ভাবেই প্রতিরোধ করার সুযোগ নেই। বুদ্ধিজীবী দিবসে আমাদের সকলের প্রতিজ্ঞা হওয়া উচিৎ প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করা। সেজন্য সকলের নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করে  মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসা দরকার।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো.ফজলুর রহমানের সঞ্চালনায় ও বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ আমিনা পারভীন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.চন্দ্রানি নাগ। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন -১ এর সামনে কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয় এবং বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদ, উদযাপন কমিটি, হল প্রশাসন, বিভাগ, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন, শাবি প্রেসক্লাব, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আব্দুল গনি, সমাজকর্ম বিভাগের অধ্যাপক তুলসি কুমার দাস, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. মাজহারুল ইসলাম মজুমদার, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.ফারুক উদ্দিন আহমেদ ও বুদ্ধিজীবী  দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান প্রমূখ। 

অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৫ টায় শহীদ মিনার, বঙ্গবন্ধু চত্বর ও চেতনা-৭১ এ শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন কতৃপক্ষ। 
 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়