Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৯:৪০, ১১ জানুয়ারি ২০২৪

পূর্ণ এবং প্রতিমন্ত্রীদের তালিকা

আজকের শপথ গ্রহণ করবে যারা মন্ত্রী পরিষদে অংশগ্রহণ করবে তাদের তালিকা। আসুন আমরা দেখে নেই পূর্ণ এবং প্রতিমন্ত্রীদের তালিকা সম্পর্কে। চলুন তাহলে সরাসরি মূল প্রসঙ্গে চলে যাই।

গত সাত জানুয়ারি রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণ করেছে বিভিন্ন দলের প্রার্থীরা এবং সাধারণ জনগণ ভোট প্রদানে অংশগ্রহণ করেছে। আর গতকালকে নির্বাচনে ভোট দিন ও প্রার্থীরা শপথ গ্রহণ করেছে এবং আজকে পরিপূর্ণ তালিকা প্রকাশ করা হচ্ছে যারা এবারে পূর্ণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হবেন তাদের তালিকা। আসুন আমরা নিচে থেকে এই তালিকা দেখে নেই।

পূর্ণ মন্ত্রীদের তালিকা ২০২৪

প্রতিটি সংসদ নির্বাচনের পর এখানে বেশ কয়েকজন মন্ত্রীকে নিয়ে সরকার গঠন করা হয়। যাদেরকে বলা হয় পূর্ণ মন্ত্রী এবং তাদের হাতে বিভিন্ন ক্ষমতা আর দায়িত্ব দেওয়া হয়ে থাকে। আসুন আমরা এবারে তাদের তালিকা দেখি।

  • আ ক ম মোজাম্মেল হক, 
  • ইয়াফেস ওসমান, 
  • সামন্ত লাল সেন
  • ওবায়দুল কাদের, 
  • আনিসুল হক, 
  • আসাদুজ্জামান খান কামাল, 
  • দীপু মনি, 
  • মো. তাজুল ইসলাম, 
  • ড. হাছান মাহমুদ, 
  • নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, 
  • ফরহাদ হোসেন, 
  • সাধন চন্দ্র মজুমদার, 
  • ড. আব্দুর রাজ্জাক, 
  • আব্দুস সালাম, 
  • ফরিদুল হক খান, 
  • জিল্লুল হাকিম, 
  • সাবের হোসেন চৌধুরী, 
  • জাহাঙ্গীর কবির নানক, 
  • নাজমুল হাসান পাপন, 
  • মহিবুল হাসান চৌধুরী নওফেল, 
  • মো. ফারুক খান, 
  • আবুল হাসান মাহমুদ আলী, 
  • মো. আব্দুস শহীদ, 
  • উবায়দুল মুক্তাদির চৌধুরী, 
  • মো. আব্দুর রহমান, 
  • নারায়ণ চন্দ্র চন্দ, 

প্রতিমন্ত্রীদের তালিকা ২০২৪

উপরে আপনারা দেখলেন পূর্ণ মন্ত্রীদের তালিকা এখন আপনাদের সাথে প্রতিমন্ত্রীদের তালিকা তুলে ধরব। এখানে রয়েছে পূর্বের বেশ কিছু মন্ত্রী এবং বর্তমানে নতুন কিছু প্রার্থীদের তালিকা।

  • সিমিনি হোসেন রিমি
  • শফিকুর রহমান চৌধুরী
  • আহসানুল ইসলাম টিটো
  • নসরুল হামিদ
  • জুনাইদ আহমেদ পলক
  • মোহাম্মদ আলী আরাফাত
  • মহিবুর রহমান
  • খালিদ মাহমুদ চৌধুরী
  • কুজেন্দ্র লাল ত্রিপুরা
  • রুমানা আলী
  • জাহিদ ফারুক

আপনারা দেখলেন পূর্ণ মন্ত্রীদের তালিকা এবং প্রতিমন্ত্রীদের তালিকা। আরো সকল নির্বাচন খবর সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের পত্রিকা পাঠ করবেন।

Green Tea
সর্বশেষ