Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৩, ২২ জানুয়ারি ২০২৪

জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পাচ্ছেন এমপি মাশরাফি 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের হয়ে জয়ী হয়েছেন মাশরাফি বিন মোর্তজা। দ্বাদশ জাতীয় সংসদে মাশরাফি হুইপ হিসেবে নিয়োগ পাচ্ছেন বলে জানা গেছে। মাশরাফিসহ মোট ৫ জন দ্বাদশ সংসদে এ পদে নিয়োগ পাচ্ছেন। 

সোমবার (২২ জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিফ হুইপসহ সরকারদলীয় হুইপদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হুইপ হিসেবে নিয়োগ পাওয়া অন্যরা হলেন- সাইমুম সরওয়ার কমল, নজরুল ইসলাম বাবু, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ইকবালুর রহিম।

সংসদ সচিবালয় সূত্র জানায়, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে।

গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন সরকারি দল থেকে জানানো হয়েছে চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। এছাড়া বর্তমান সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।

নতুন মুখ হিসেবে মাশরাফি বিন মোর্তজা ছাড়া আরো আছেন নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়