Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২৯ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১৪ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২৪

ডলারের মান বাড়ায়, কমলো সোনার দাম 

ছবি- অনলাইন

ছবি- অনলাইন

আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান শক্তিশালী হওয়ায় দরপতন হয়েছে আন্তর্জাতিক সোনার বাজারে। নিরাপদ এই মূল্যবান ধাতুর দাম ২ শতাংশের মতো নিম্নমুখী হয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি সপ্তাহে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর ওপর নির্ভর করে সুদের হার উচ্চ বা নিম্ন রাখার সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ব্যবসায়ীরা সেদিকেই নজর দিচ্ছেন। এতে সোনায় বিনিয়োগে সতর্ক হয়েছেন তারা। তাই দর কমেছে সোনার।

এদিকে সোমবার স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দাম শূন্য দশমিক ২ শতাংশ নিম্নমুখী হয়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০২০ ডলার ০১ সেন্টে। আগের কর্মদিবসে যা ছিল ২০২৩ ডলার।
এসময়ে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার দর শূন্য দশমিক ২ শতাংশ নিম্নমুখী হয়েছে। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৩৪ ডলারে। আগের কর্মদিবসে (শুক্রবার) যা ছিল ২০৩৮ ডলার। এর আগেও উভয় বেঞ্চমার্কের দাম কমেছিল।

এরই মধ্যে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। এর প্রেক্ষিতে অন্যান্য বিদেশি মুদ্রা ধারণকারীদের কাছে সোনার আবেদন কমেছে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান এক্সিনিটি গ্রুপের প্রধান বাজার বিশ্লেষক হ্যান ত্যান বলেন, সুদের হার নিয়ে ফেড কি সিদ্ধান্ত নেয়, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে বুলিয়ন বাজার ঔজ্জ্বলতা হারিয়েছে। যে কারণে সাম্প্রতিক দিনগুলোতে সোনার দাম কমেছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়