Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৯, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

বেড়ে গেল বিদ্যুতের দাম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে নানা জল্পনা ও আলোচনার মধ্যেই গ্যাসের দাম বাড়ানোর দুই দিনের মাথায় ফের একবার বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। নতুন দাম কার্যকর হবে পহেলা মার্চ থেকে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দাম বাড়ানোর ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি জানান, বিদ্যুতের দাম পাইকারিতে বেড়েছে ৫ দশমিক০৭৪ শতাংশ। অর্থাৎ পাইকারির প্রতি ইউনিটের গড় দাম ৬ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৭ টাকা ০৪ পয়সা।

আর খুচরা পর্যায়ে দমে বাড়ানো হয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। এতে খুচরায় প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ৮ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৮ টাকা ৯৫ পয়সা।

পহেলা মার্চ থেকে বিদ্যুতের দাম বাড়ানো হবে বলে এর আগেই ঘোষণা দিয়েছিলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গত মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়ানো হয়। একইসঙ্গে কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের গ্যাসের দামও প্রতি ঘনমিটারে বাড়ে ৭৫ পয়সা করে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়