আই নিউজ ডেস্ক
কলকাতায় এমপি আনারের লা*শ গুম করতে ব্যবহৃত গাড়ি জব্দ

এমপি আনারকে খু*নের পর এই গাড়ি দিয়ে লা*শ গুম করা হয়। ছবি- সংগৃহীত
চিকিৎসার জন্য ভারতে গিয়ে কলকাতায় খু*নের শিকার হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তবে, এখনো তাঁর লা*শের খোঁজ পাওয়া যায়নি। আসামীরা যে গাড়ি ব্যবহার করে এমপি আনারের লা*শ গুম করেছে সাদা রঙের সেই গাড়ী জব্দ করেছে কলকাতা পুলিশ।
এ ঘটনায় জোবায়ের নামে সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানানো হয়েছে। এমপি আনোয়ারুল আজিম আনারকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে খুন করার তথ্য পাওয়া গেছে বলে ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এর আগে গতকাল বুধবার (২২ মে) আরেকটি গাড়ি জব্দ করা হয়। কলকাতার নিউ টাউন থানা পুলিশ লাল রঙের ওই গাড়ি জব্দ করে। ভারতীয় পুলিশের তথ্য অনুযায়ী, সুজুকি সুইফট মডেলের ওই গাড়িটি (ডব্লিউবি১৮এএ৫৪৭৩) চলাচলের জন্য এমপি আনারই ভাড়া করেছিলেন।
গত ১৩ মে নিউ টাউন এলাকার সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে খু*ন করা হয় আনারকে। প্রথমে শ্বা*সরোধ করে খু*ন করা হয়। পরে লা*শ টুকরো টুকরো করা হয়। ১৪, ১৫ ও ১৮ মে তিন দিন ধরে লা*শের টুকরোগুলো সরানো হয়।
গত ১৩ মে ওই ফ্ল্যাটে উঠেছিলেন এমপি আনার। পরে আরও তিনজন সেখানে যান। তাদের মধ্যে দুজনকে ১৪ মে সকালে একটি ট্রলি ব্যাগ নিয়ে বের হতে দেখা যান। ওই দিন বিকেলের দিকে বেরিয়ে যান আরও একজন। সিসিটিভিতে ধরা পড়েছে সেসব ছবি। কিন্তু, ফ্ল্যাটে ঢুকতে দেখা গেলেও আনারকে বের হতে দেখা যায়নি। পারিপার্শ্বিক এসব তথ্য-প্রমাণ থেকেই এমপি আনার খু*নের বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। ১৬ মে দিল্লি যাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি। বুধবার সকালে পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকা থেকে আনারের খণ্ডিত ম*রদেহ উদ্ধার করা হয়।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের