Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০১, ২৭ নভেম্বর ২০২৩

ডামি প্রার্থী হতে বাধা নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন করে আগাচ্ছে আওয়ামী লীগ জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেত্রীর গাইডলাইন ফলো করে ডামি (মেকি) প্রার্থী হতে বাধা নেই।

ঢাকা মেডিকেল কলেজ চত্বরে সোমবার (২৭ নভেম্বর) সকালে ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এ কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মনোনয়ন তালিকা ঘোষণার পর থেকে দেশে নির্বাচনের উৎসব শুরু হয়েছে। মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি আন্দোলনের ব্যর্থ হয়েছে। এখন তারা নানা জায়গায় চোরাগোপ্তা হমালা করছে। নির্বাচন বানচাল করার নানা পাঁয়তারা করছে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ তাতে বোমাবাজি, অগ্নিসন্ত্রাস করে নির্বাচন ঠেকানো যাবে না। আওয়ামী লীগের সহযোগীর দরকার নেই, আমাদের শক্তি জনগণ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়