নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২০:০৭, ২৩ ডিসেম্বর ২০২৩
এশিয়া কাপ জয়ী মৌলভীবাজারের ইমনকে আই নিউজের সম্মাননা

এশিয়া কাপ জয়ী ইমনের হাতে ক্রেস্ট তুলে দেন আই নিউজ-এর সম্পাদক হাসানাত কামাল। ছবি- আই নিউজ
সদ্য অনুর্ধ্ব-১৯ ক্রিকেট এশিয়া কাপ জয়ী মৌলভীবাজারের ছেলে ইকবাল হোসেন ইমনকে সম্মাননা জানিয়েছে রেজিস্টার্ড নিউজ পোর্টাল আই নিউজ ডট নিউজ। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ইমনের বাড়িতে গিয়ে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আই নিউজ-এর সম্পাদক হাসানাত কামাল।
রোববার (১৭ ডিসেম্বর) স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনুর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় বাংলাদেশ। সেই টিমের গর্বিত সদস্য ইকবাল হোসেন ইমন। যিনি মৌলভীবাজারের সন্তান।
আরব আমিরাতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে ইমন ১৫ রান দিয়ে ২ উইকেট লাভ করেন। পাশাপাশি, এশিয়া কাপের প্রতিটি ম্যাচে দারুণ বল করে নিজের প্রতিভার জানান দেন। সেমিফাইনালে ভারতের সাথে ৯ ওভারে ৩০ রান দিয়ে একটি মেডেন লাভ করেন । প্রথম ম্যাচে ৮ ওভার ১২ রান খরচায় বল করে একটি উইকেট ও একটি মেডেন লাভ করেন। জাপানের সাথে ৭ ওভার বোলিং করে ৮ রান দিয়ে একটি উইকেট লাভ করেন।
ইকবাল হোসেন ইমনের এমন সাফল্যে আপ্লুত মৌলভীবাজারবাসী। তাকে সম্মাননা জানাতে শনিবার মৌলভীবাজার সদর উপজেলার করিমপুর গ্রামে হাজির হয় আই নিউজ টিম। সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রথম বিভাগ ক্রিকেট দল মাহদীস ইলেভেনের সভাপতি গাজী আবেদ, মাহদীস ইলেভেনের সহ-সভাপতি ও ২নং মনুমুখ ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান শাহ ইমরান সাজু, ইমনের পিতা আবু বক্কর, মা শাহনাজ পারভিন, আই নিউজের ক্যামেরাপারসন মোহাম্মদ মোস্তফা, চাচা আব্দুল আউয়াল ও গ্রামের বুলবুল আহমেদ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার