আই নিউজ প্রতিবেদক
সিলেট-১ আসনের সবচেয়ে ধনী প্রার্থী আব্দুল মোমেন

সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই আসনের সবচেয়ে ধনী প্রার্থী। যদিও গত নির্বাচনে দাখিল করা হলফনামার তথ্য অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রীর আয় আগের থেকে কমেছে। বিপরীতে, এই সাংসদের বেড়েছে অস্থাবর সম্পদের পরিমাণ।
সিলেট-১ আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া এবারের হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে। রোববার (৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং কার্যালয় থেকে মনোনয়ন যাচাই-বাছাই শেষে সিলেটের ৬টি আসনে প্রার্থীতা বৈধতা, অবৈধতা ঘোষণা করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ২০১৮ সালে প্রথমবার তিনি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পাস করেন।
এবছর পররাষ্ট্রমন্ত্রী নির্বাচনী হলফনামায় পেশা হিসেবে উল্লেখ করেছেন রাজনীতি এবং অন্যান্য। যদিও ২০১৮ সালে তিনি হলফনামায় পেশা হিসেবে উল্লেখ করেছিলেন শিক্ষকতা ও অন্যান্য। তবে, তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই।
হলফনামার তথ্য অনুযায়ী, এ কে আব্দুল মোমেনের এখন বার্ষিক আয় ২৬ লাখ টাকার মতো। যা ২০১৮ সালে ছিল ৩৬ টাকা। এ হিসেবে এবছর আয় কমেছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের। বর্তমানে বাড়ি ও দোকানভাড়া থেকে ৪ লাখ টাকা, পেশা থেকে ১২ লাখ ৬০ হাজার টাকা এবং ব্যাংকের মুনাফা বাবদ প্রায় ৯ লাখ ৬১ হাজার টাকা আয় করেন পররাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া, নগদ টাকা, ব্যাংকে জমা, শেয়ার ও সমজাতীয় খাত, সঞ্চয়পত্র ও অন্যান্য খাত মিলিয়ে বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের অস্থাবর সম্পদ আছে ৪ কোটি ৭৯ লাখ টাকার। যা ২০১৮ সালে ছিল ২ কোটি ৮৮ লাখ টাকার।
সিলেট-১ আসনেরঋটার্নিং কর্মকর্তা রোববার (৩ ডিসেম্বর) মনোনয়ন যাচাইবাছাই শেষে এ আসনে পাঁচজন প্রার্থীর প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন। হলফনামা অনুযায়ী এ আসনে সবচেয়ে ধনী আওয়ামী লীগের প্রার্থী এ কে আব্দুল মোমেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার