শাবিপ্রবি প্রতিনিধি
শাবি স্পিকার্স ক্লাবের সভাপতি নাঈম, সম্পাদক তীর্থ

শাবি স্পিকার্স ক্লাব`র ১৭ তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যচর্চা বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব'র ১৭ তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ জুলকার নাঈম ও সাধারণ সম্পাদক হিসেবে বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের একই সেশনের শিক্ষার্থী তীর্থ চন্দ্র দাস মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন 'এ' এর ১২৯ নং গ্যালারি কক্ষে ১৭ তম কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ইসরাত জাহান স্পৃহা, সহ-সাধারণ সম্পাদক সাবিত আহম্মেদ রিজভী, আফছানা হক নুসরাত, তানজীম বিনতে হাছান জেরীন ও সোহানুল আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান, কোষাধ্যক্ষ সানজিদা জসিম আশা, পাবলিসিটি সম্পাদক মো. আরমান হোসেন ইমন, কমিউনিকেশন সম্পাদক আবদুল্লাহ আল মালেক চৌধুরী, পাবলিক রিলেশন সম্পাদক সাদিকুল ইসলাম নয়ন, পাবলিকেশন সম্পাদক সাবরিনা সানিয়াত অয়ন, আইটি সম্পাদক সৈয়দ আলী মুর্তজা নাঈম, স্পোর্টস সম্পাদক ইমন মোড়ল, অফিস সম্পাদক নাফিসা তাবাসসুম, সাংস্কৃতিক সম্পাদক অনামিকা ইসলাম, সোশ্যাল ওয়েলফেয়ার সম্পাদক দীপ্ত বণিক মনোনীত হয়েছেন।
এ ছাড়া, সিনিয়র কার্যকরী সদস্য হিসেবে মোস্তাফিজুর রহমান, মিশন রায় ও মো. নাসির উদ্দিন এবং সিনিয়র কো-অর্ডিনেটিং সদস্য হিসেবে মৃদুল রাজবংশী কৌশিক ও মোর্শেদ আলম মনোনীত হয়েছেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর তৈমুর নতুন কমিটির সভাপতির নাম এবং উপদেষ্টা ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আফজাল হোসাইন সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এছাড়া সংগঠনের বাকি সদস্যদের নাম সদ্য বিদায়ী কমিটির সভাপতি আমানুর রহমান ঘোষণা করেন। এসময় সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩