স্পোর্টস ডেস্ক
আপডেট: ২০:৫৩, ১৫ এপ্রিল ২০২১
অবশেষে ছেলের নাম জানালেন সাকিব আল হাসান

সাকিব আল হাসান ও উম্মে হাসান শিশির
গত মাসে পুত্র সন্তানের বাবা হয়েছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বর্তমানে আইপিএল খেলার জন্য ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন তিনি। আর সেখানে বসেই প্রিয় সন্তানের এক মাস পূর্তিতে আবেগঘন পোস্ট করেছেন সাকিব। সাথে জানিয়েছেন ছেলের নামও।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট করেন সাকিব। সেখানে দুটি ছবি ছিল। একটিতে আলাদাভাবে ঈজাহ লিখা কলকাতার জার্সি ও অপরটিতে সাকিবসহ পরিবারের পাঁচ সদস্যের নাম লেখা জার্সি দেখা যায়।
ক্যাপশনে সাকিব লিখেছেন, আমাদের ছেলে ঈজাহ আল হাসানের এক মাস! তুমি আমাদের ছোট্ট পরিবারকে পূর্ণতা দিয়েছো।
সাকিব আরো লেখেন, তুমি দুজন সুন্দর বোনের ভালোবাসার ভাই, যারা তোমার জন্য সবসময় চাঁদের মতো হয়ে থাকে। আমরা এর চেয়ে বেশি খুশি হতে পারি না। তোমরা আমার পুরো পৃথিবী!
উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি। আর চলতি বছরের ১৬ মার্চ সাকিব দম্পতির কোলজুড়ে আসে ছেলে ঈজাহ আল হাসান।
আইনিউজ/এসডিপি
- এবাদত হোসেন চৌধুরী: নিউজিল্যান্ডের সাত উইকেট গুড়িয়ে দিয়েছেন মৌলভীবাজারের ছেলে
- শুভ জন্মদিন ডিয়াগো ম্যারাডোনা
- বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সময়সূচি
- অবশেষে ছেলের নাম জানালেন সাকিব আল হাসান
- মাশরাফীর ছোট ভাই মোরসালিনও করোনায় আক্রান্ত
- সাকিব-মোস্তাফিজকে মাশরাফীর ব্যতিক্রমী শুভকামনা
- করোনা আক্রান্তের পর ফেসবুকে যা লিখলেন মাশরাফী
- সাকিব কন্যার ছবিতে বাজে মন্তব্য নিয়ে যা বললেন শিশির
- বাবা-ছেলের বৃষ্টি-বিলাস
- সাকিব দেশে ফিরছেন আজ রাতে!