Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ৩ মে ২০২১
আপডেট: ২০:২৬, ৩ মে ২০২১

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন থিসারা পেরেরা

থিসারা পেরেরা

থিসারা পেরেরা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। সোমবার সকালে লঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি পেরেরা। আসন্ন এই সিরিজে অভিজ্ঞদের বদলে তরুণদেরই বেশি সুযোগ দেয়া হয়েছে। মূলত এরপরই অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন তিনি। 

ওডিআইতে কমপক্ষে ২০০০ রান করা ব্যাটারদের মাঝে পেরেরার স্ট্রাইক রেট (১১২.০৪) চতুর্থ সর্বোচ্চ। আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাবেন বলে জানিয়েছেন তিনি।

সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেয়ার গৌরুব অর্জন করেছেন পেরেরা। ২০১৭-১৮ সালে লঙ্কানদের হয়ে তিনটি ওয়ানডে ও নয়টি টি-২০ ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। 

শ্রীলঙ্কার ২০১৪ টি-২০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন পেরেরা। ফাইনালে দলের ম্যাচ উইনিং ছক্কাও তিনিই হাঁকিয়েছিলেন। অনেকটা নীরবেই বিদায় নিলেন এই পাওয়ারহিটার। ক্রিকেটার পরিচয়ের পাশাপাশি নিখাদ ভদ্রলোক হিসেবে তাকে সবসময় মনে রাখবেন ক্রিকেটভক্তরা। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়