Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১১:০০, ১৫ সেপ্টেম্বর ২০২১

মেসিহীন বার্সার লজ্জাজনক হার

দুই বছর আগে বায়ার্নের কাছে ৮-২ গোলে হারের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে আবারও জার্মান চ্যাম্পিয়নদের কাছে ধরাশায়ী কাতালান ক্লাব বার্সেলোনা। মেসিহীন বার্সা এদিন বায়ার্নের কাছে হেরেছে ৩-০ গোলে।

ঘরের মাঠ নুক্যাম্পে প্রথমার্ধেই গোল খায় বার্সা। ৩৪ মিনিটে লিরয় সানের অ্যাসিস্ট থেকে স্কোর শিটে নাম তুলে বায়ার্নকে এগিয়ে দেন থমাস মুলার।

পুরো ম্যাচে বল পজেশন ছাড়া, আক্রমনের সুযোগ তৈরির বিচারে বায়ার্নের বিপক্ষে প্রতিরোধ গড়তেই পারেনি কুম্যানের দল। বায়ার্নের যেখানে ৮টি শট লক্ষ্যে আঘাত হএনছে সেখানে বার্সেলোনা একবারও অনটার্গেটে শট নিতে পারেনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আলোটা কেড়ে নেন রবার্ট লেভানডোভস্কি। ৫৬ মিনিটে জামাল মুসিয়ালার অ্যাসিস্টে বায়ার্নের লিড দ্বিগুণ করেন এই পোলিশ। ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন লেভানডোভস্কি। আর তাতেই ৩-০ এর বড় হারের লজ্জা পায় বার্সেলোনা।

রবার্ট লেওয়ানডোস্কি ফুটবল পায়ে কারিকুরি দেখালেন। এনে দিলেন জোড়া গোল। সঙ্গে টমাস মুলারও জালে বল জড়ালেন।

দুজনের দুরন্ত নৈপুণ্যই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ 'ই'তে দুই জায়ান্ট ক্লাবের লড়াইয়ের ভাগ্য নির্ধারণ করে দিলো। বার্সেলোনার বিপক্ষে আধিপত্য বিস্তার করে নিজেদের উদ্বোধনী ম্যাচ ৩-০ গোলে জিতে নিলো বায়ার্ন মিউনিখ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়