Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০২১

ধারাভাষ্যকে বিদায় বললেন মাইকেল হোল্ডিং

মাইকেল হোল্ডিং

মাইকেল হোল্ডিং

দীর্ঘ ৩১ বছর পর ধারাভাষ্য থেকে বিদায় নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং। চলতি মৌসুম শেষে আর ধারাভাষ্য কক্ষে মাইক হাতে দেখা যাবে না তাকে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে এ খবর।

প্রায় দুই দশকের বেশি সময় ধরে স্কাই স্পোর্টসের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে চুক্তিবদ্ধ রয়েছেন হোল্ডিং। তবে গত বছরই তিনি স্কাইকে ইঙ্গিত দিয়েছিলেন, আর বেশি দিন ধারাভাষ্য চালিয়ে নিতে পারবেন না। যে কারণে নতুন চুক্তির মেয়াদও বা 

১৯৮৭ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পরের বছরই ধারাভাষ্য শুরু করেন হোল্ডিং। তবে টিভি ধারাভাষ্যে তার শুরুটা হয় ১৯৯০ সালে ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরের মধ্য দিয়ে। এরপর থেকে সফলতার সঙ্গে ধারাভাষ্য কক্ষে বসে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ের ব্যাখ্যা দিয়ে চলেছেন তিনি।

ক্যারিবীয়দের হয়ে ৬০ টেস্ট ও ১০২ ওয়ানডে খেলা এ কিংবদন্তি পেসার গত বছরই ধারাভাষ্য থেকে অবসরের ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ‘আমি নিশ্চিত নই ২০২০ সালের পর কতদিন ধারাভাষ্য চালিয়ে যাবো। এই বয়সে খুব বেশি দূর এগোতে পারব বলে আমার মনে হয় না। এখন আমার বয়স ৬৬ বছর, ৩৬, ৪৬ বা ৫৬ নয়।’

অবশেষে ৬৭ বছর বয়সেই ইতি টানতে চলেছেন তিনি। এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে ধারাভাষ্য থেকে হোল্ডিং অবসরের খবর। এছাড়া বিবিসি রেডিও ৪’র চলতি সপ্তাহের আয়োজনেও বলা হয়েছে, হোল্ডিংয়ের অবসরের কথা।

সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, মাইকেল হোল্ডার একজন কিংবদন্তি বোলার, ধারাভাষ্যকার এবং সঙ্গী। তবে এর চেয়েও দুর্দান্ত একজন ব্যক্তি যাকে নিশ্চিতভাবেই ধারাভাষ্য কক্ষে মিস করবো।’

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়