Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৪, ২৫ জুন ২০২২

এবার থেকে বাড়ি ফেরার আনন্দটা একেবারেই আলাদা: সাকিব

অনেক অপেক্ষার পর উদ্বোধন হলো কোটি বাঙালির স্বপ্নের পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) সকাল ১১টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ফলক উদ্বোধন করেন। এরই মধ্যে দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য খুলে গেলো এক অপার স্বপ্নের দোয়ার। একই স্বপ্ন বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান টেস্ট কাপ্তান সাকিব আল হাসানের চোখেও ছিলো এতোদিন। তাই স্বপ্ন পূরণের ক্ষণে নিজের প্রতিক্রিয়া জানাতে একটুও দেরি করেন নি সাকিব।

সাকিব আল হাসানের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় লিখেছেন, 'এবার বাড়ি ফেরার আনন্দটা অন্য সময়ের চেয়ে একদম আলাদা। তাই না?'। সাকিব বর্তমানে দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন। সেখানে যদিও বাংলাদেশ দল ভালো পারফর্ম করতে পারছে না। তবু দেশের এমন গৌরবের ক্ষণে বসে থাকেন নি। সাকিব-তামিম-মুশফিকরা। কেক কেটে দেশের কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন তারাও সেই দূর বিদেশে বসে।

এবার স্বপ্নের সেতু ধরে স্বপ্ন যাবে বাড়ি! কেবলমাত্র সাকিব-আল-হাসানই নন বাংলাদেশের সুশীল সমাজ থেকে সাধারণ মানুষ, প্রত্যেকে এই সেতুকে ঘিরে এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছেন। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলের মানুষদের কাছে এই সেতুর সম্পূর্ণ হওয়া এক স্বপ্ন পূরণের মতো।

কারণ এই সেতু চালু হওয়ার পরে দেশটির দক্ষিণ অংশের ২১টি জেলার সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তণ আসতে চলেছে। এই সেতু বাংলাদেশের মানুষের কাছে গর্বেরও বিষয়। এই সেতু প্রকৃত অর্থেই বাংলাদেশের মানুষের নিজস্ব সম্পদ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়