Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০০:৪০, ১১ মার্চ ২০২৩

তৃণমূল ভোটে সিলেট মহানগর বিএনপির নতুন নেতৃত্ব

 

বিএনপির তৃণমূলের নেতাদের প্রত্যক্ষ ভোটে কাউন্সিলের মাধ্যমে দীর্ঘ সাত বছর পর নতুন কমিটি পেল সিলেট মহানগর বিএনপি। এই কমিটিতে সভাপতি পদে নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী বিজয়ী হয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সৈয়দ সাফেক মাহবুব।

শুক্রবার (১০ মার্চ) রাত ৯টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটি এই ফলাফল ঘোষণা করে

কাউন্সিলে ১ হাজার ৯১৮ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ হাজার ৮৩৭ জন। এর মধ্যে ১ হাজার ৬৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সাবেক সভাপতি নাসিম হোসাইন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী পেয়েছেন ৭৬৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী এমদাদ হোসেন চৌধুরী ১ হাজার ৫৮ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ চৌধুরী শামীম ৭৭২ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সৈয়দ সাফেক মাহবুব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম নাচন পেয়েছেন ৬২৩ ভোট।

এর আগে বেলা ২টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ