Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ২২ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৮ ১৪৩২

কাওছার ইকবাল, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ২০:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০২২

মানবিক দাতাদের সম্মাননা দিলো মৌলভীবাজার সমিতি

মৌলভীবাজার জেলা সমিতি ঢাকার সম্মাননা প্রদান অনুষ্ঠান

মৌলভীবাজার জেলা সমিতি ঢাকার সম্মাননা প্রদান অনুষ্ঠান

মৌলভীবাজার জেলা সমিতি ঢাকার উদ্যোগে ‘কোভিড-১৯ ক্রাইসিস রেসপন্স ফান্ড’-এ সাহায্য প্রদানকারীদের সম্মাননা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।

সম্মাননা প্রদানের পাশাপাশি যুক্তরাজ্য প্রবাসীদের আর্থিক সহায়তায় মৌলভীবাজার জেলা সমিতির মাধ্যমে ১০টি 'শ্বাস-প্রশ্বাস সহায়ক যন্ত্র' CPAP জেলার ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ করা হয়।

মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি ডা. সৈয়দ মোশতাক আহমদের সভাপতিত্বে এবং ডোরা প্রেন্টিসের সঞ্চালনায় এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব বনমালি ভৌমিক। বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব আব্দুল কাদির মাহমুদ, সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তবারক হোসাইন, আমেরিকা প্রবাসী অ্যাডভোকেট সাইয়্যেদ মঈন উদ্দিন জুনেল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কোভিড-১৯ ক্রাইসিস রেসপন্স ফান্ডের সমন্বয়কারী সাংবাদিক মো. কাওছার ইকবাল।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ডা. এম এ আহাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, সমাজকর্মী সৈয়দ আব্দুল মোতালিব রনজু, নাট্যকার, সমাজকর্মী ও সংস্কৃতিজন খালেদ চৌধুরী, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজ-এর সম্পাদক হাসানাত কামাল  প্রমুখ।

এছাড়াও বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে করোনাকালীন সংকটময় সময়ে মৌলভীবাজার জেলা সমিতিকে দেশ-বিদেশ থেকে অর্থসহ বিভিন্নভাবে সহযোগিতা করেন মানবিক বিত্তবান মৌলভীবাজারবাসী। তাদের তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা নিয়ে মৌলভীবাজার জেলা সমিতির নেতৃবৃন্দকে নিয়ে সভাপতি ডা. সৈয়দ মোশতাক আহমদ জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে অক্সিজেন সিলিন্ডার এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম প্রদান করেন।

সেসব হৃদয়বান প্রায় অর্ধশত জনকে সম্মাননা দিয়েছে মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়