বিনোদন ডেস্ক
আজ থেকে দেখা যাবে ❛মোকারকনামা❜
ছবি- মোবারকনামা- ওয়েবসিরিজের ট্রেলার থেকে।
ওটিটি প্লাটফর্মে আবার সরব হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। মহানগর-২ এর পর থেকে ওটিটিতে অনুপস্থিত মোশাররফ করিমের নতুন সিরিজ ❛মোকারকনামা❜ হইচইয়ে দেখা যাবে আজ থেকে। নতুন গল্পে প্রিয় অভিনেতাকে নতুন অভিনয়ে দেখতে মুখিয়ে আছেন মোশাররফ করিম ভক্তরা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) অনলাইন প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে মোশাররফ করিমের নতুন ওয়েব সিরিজ ❛মোকারকনামা❜। সিরিজটিতে একজন উকিলের চরিত্রে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। মহানগর ও মহানগর-২ দিয়ে তুমুল জনপ্রিয়তা কুড়ানো এ অভিনেতা এবার উকিল চরিত্রে কেমন করবেন তা দেখার অপেক্ষায় দর্শকরা।
এরিমধ্যে ❛মোকারকনামা❜ সিরিজের ট্রেলার অনলাইনে প্রকাশ হয়েছে। ট্রেলারে দেখা গেছে, মোবারক নামের এক উকিল ব্যর্থ ক্যারিয়ার নিয়ে ঘুরছেন। এমন অবস্থায় যখন তিনি উকালতি ছাড়ার সিদ্ধান্ত নেবেন ভাবছেন তখন তার কাছে একটা মামলা আসে। মামলাটি নিয়ে আসেন একজন ভুক্তভোগী। তিনি তার ভগ্নিপতীর বিরুদ্ধে একটি মামলা করতে চান। এই মামলার বিভিন্ন ঘটনা প্রবাহে এগিয়ে যাবে সিরিজটির কাহিনী। যেখানে উকিল হিসেবে দেখা যাবে মোশাররফ করিমকে।
কাঁটা সরাইতে গেলে তো আঘাত লাগবেই
মোশাররফ করিমের সবগুলো নাটক/সিরিজে দর্শকদের মনযোগ থাকে তাঁর সংলাপের দিকে। এর আগে মহানগর সিরিজের অনেক সংলাপ মোশাররফ করিমের মুখে লুফে নিয়েছেন দর্শকরা। ❛মোকারকনামা❜ সিরিজটিতে আলোচনায় আছে মোশাররফ করিমের একটি সংলাপ ❛কাঁটা সরাইতে গেলে তো আঘাত লাগবেই।❜
সংলাপে মোশাররফ করিম বলেন, ‘কাঁটা সরাইতে গেলে তো একটু আঘাত লাগবেই মোবারক। আমার নাম মোবারক হোসেন ভুঁইয়া। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। পেশায় আইনজীবী।
❛মোকারকনামা❜ ওয়েব সিরিজটি পরিচালনা করছেন পরিচালক গোলাম সোহরাব। আগের সিরিজে দারুণ সফলতা পাওয়ায় আশা করা হচ্ছে ❛মোকারকনামা❜য়ও দারুণ কিছু দেখাবেন মোশাররফ করিম। সিরিজের ট্রেলার এরিমধ্যে ব্যাপক আলোচিত হয়েছে।
❛মোকারকনামা❜ সিরিজটিতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন শবনম ফারিয়া, শাহনাজ সুমি প্রমুখ।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে