নিজস্ব প্রতিবেদক
জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশংসিত মৌলভীবাজারের ট্যুরিস্ট বাস সার্ভিস
মৌলভীবাজারে দৃষ্টিনন্দন ট্যুরিস্ট বাস
মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা ট্যুরিস্ট বাস সার্ভিস জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশংসিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা ট্যুরিস্ট বাস সার্ভিস পর্যটন খাতে অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম গত ২৪ আগস্ট মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে এ ব্যাপারে প্রশংসা পত্র পাঠিয়েছেন। তিনি পত্রে জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন- ‘আপনি মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বপালনকালে ট্যুরিস্ট বাস সার্ভিস চালুর মাধ্যমে পর্যটন খাতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ উদ্যোগটি অর্থনৈতিক উন্নয়ন ক্যাটাগরিতে দলগত শ্রেণীর অবদান হিসেবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাছাই কমিটির সুপারিশক্রমে জাতীয় কমিটিতে উপস্থাপিত হয়েছে। এবং গুরুত্বপূর্ণ জনকল্যাণকর কাজ হিসেবে প্রশংসিত হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন- মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন শিল্পের বিকাশের জন্য ট্যুরিস্ট বাস চালুর উদ্যোগ গ্রহণ করা হয়। উদ্যোগটি গ্রহণের শুরু থেকেই বিভিন্ন মহল থেকে তা প্রশংসিত হয়। এ অর্জনে জেলা প্রশাসন, মৌলভীবাজারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে। সকল জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধির প্রতি যাঁরা শুরু থেকেই এর নেপথ্যে নিরলসভাবে সহযোগিতা করে গিয়েছেন।
জনকল্যাণে জেলা প্রশাসন, মৌলভীবাজারের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসন।
উল্লেখ্য- ২০২১ সালের অক্টোবর মাসে বিশেষায়িত এই ট্যুরিস্ট বাসের উদ্বোধন করেছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। বাসটি চালুর পর থেকেই বেশ জনপ্রিয়তা লাভ করে। স্বল্প খরচে ভ্রমণের জন্য প্যাকেজে দুটি বাসে দুটি রুটে ভ্রমণের প্রাথমিক রুট নির্ধারণ করা হয়। প্যাকেজ-১ এ ভাড়া জনপ্রতি ৩০০টাকা, দুপুরের খাবারসহ ৪০০ টাকা। প্যাকেজ-২ এ ভাড়া জনপ্রতি ৩৫০ টাকা, দুপুরের খাবারসহ ৪৫০ টাকা।
ভারতের দর্শনীয় স্থান : বর্ষায় অনিন্দ্য সুন্দর কেরালা
হাওর-নদী আর সবুজে ঘেরা কাশিমপুর, দেখে আসুন ‘সেলফি দ্বীপ’
টুরিস্ট বাসটিতে করে মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে রয়েছে চা বাগান, প্রাকৃতিক ঝর্ণা মাধবকুন্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, গগণটিলা পাহাড়, খাসিয়া পল্লী, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কা বিলসহ দর্শনীয় স্থানে ঘুরে আসেন পর্যটকরা।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’