নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৮:৫৪, ৩ ডিসেম্বর ২০২৩
১ জনের মনোনয়ন স্থগিত
মৌলভীবাজার ১ ও ২ আসনের মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন

জেলা প্রশাসনের সভাকক্ষে মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের চারটি আসনের মধ্যে মৌলভীবাজার-১ ও মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে আজ।
রোববার (৩ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের সভাকক্ষে এই দুই আসনে সংসদ সদস্য পদপ্রত্যাশী প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়।
মৌলভীবাজার-১ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ এর মনোনয়ন বাতিল হয়েছে। কাগজপত্রের ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল করা হয় বলে জানান রিটার্নিং অফিসার। এই আসনে মনোনয়ন স্থগিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ময়নুল ইসলামের। তথ্যের ঘাটতির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়।
এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাবুদ্দিন, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম এবং তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেনের বৈধ বলে ঘোষণা করা হয়।
মৌলভীবাজার-২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ আসনে বিকল্পধারা বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান সিমু-এর মনোনয়ন স্থগিত করা হয়েছে কাগজের ঘাটতির কারণে।
এ আসনের প্রার্থীরা হলেন আওয়ামী লীগের শফিউল আলম চৌধুরী নাদেল, স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান, মো. আব্দুল মতিন, তৃণমূল বিএনপি থেকে এম এম শাহীন, জাসদের মো. আব্দুল মালিক ও মো. মাহবুবুল আলম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আছলাম হোসাইন রাহমানী, জাতীয় পার্টির আব্দুল মালিক, ইসলামী ফ্রন্টের আব্দুল মোস্তাকিম তামিম, বিকল্প ধারার মো. কামরুজ্জামান সিমু এবং ইসলামি ফ্রন্টের এনামুল হক মাহতাব।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার