স্পোটস ডেস্ক
আপডেট: ১৯:২৯, ৩ আগস্ট ২০২২
রেফারিকে ঘুষি মারায় আজীবনের জন্য নিষিদ্ধ আর্জেন্টিনার ফুটবলার

রেফারিকে ঘুষি মেরে আজীবন নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনার এক স্থানীয় ফুটবলার। পরে তাকে মাঠ থেকেই গ্রেপ্তার করা হয়। নিষিদ্ধ হওয়া ঐ ফুটবলারের নাম ক্রিস্টিয়ান টাইরোন। তিনি তৃতীয় বিভাগের ক্লাব দেপোর্তিভো গার্মেন্সের হয়ে খেলতেন।
ইএসপিএন এই তথ্য নিশ্চিত করেছে।
ট্রেস আরোয়োস স্টেডিয়ামে বুয়েন্স আয়ার্সের স্থানীয় তৃতীয় বিভাগ লিগের খেলা দেপোর্তিভো ইন্ডেপেন্ডসিয়া এবং দেপোর্তিভো গার্মেন্সের মধ্যকার খেলা চলাকালীন এই ঘটনা ঘটে। এই ঘটনার পর ম্যাচটিকে সঙ্গে সঙ্গেই বাতিল ঘোষণা করা হয় এবং এরপরপরই টাইরোনকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। দেপোর্তিভো গার্মেন্সের বিপক্ষেও আক্রমণাত্মক আচরণ বহিঃপ্রকাশের অভিযোগ আনা হয়েছে।
সোমবার রেফারি দালমা কোর্তাদি তার ওপর ঘটে যাওয়া এই আক্রমণের ঘটনায় বিচার দাবি করেছেন। তিনি বলেন, ‘আমি আকষ্মিক এই হামলার পর মাঠের মধ্যে পড়ে যাই। শুধু তাই নয়, ওই মুহূর্তে আমি কিছু মনেই করতে পারছিলাম না। যখন উঠে দাঁড়াতে সক্ষম হলাম, তখন খুবই খারাপ লাগছিলো এবং মনে হচ্ছিলো কেউ আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এ ধরনের ঘটনা যাতে আর কখনও না ঘটে, সে জন্য আমি যথাপোযুক্ত বিচার দাবি করছি।’
ওই ঘটনার পর স্থানীয় হাসপাতালে কয়েক ঘণ্টা চিকিৎসকের চেম্বারে কাটাতে হয়েছে কোর্তাদিকে। এরপর কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। আর্জেন্টিনার রেডিও একটিভা ৯৭.৯ এফএম কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখানে লিঙ্গ কোনো বিষয় নয়। হয়তো আমি নারী বলে সবাই আলাদা মনে করছে। কিন্তু এ ধরনের ঘটনার শিকার তো কোনো পুরুষের ক্ষেত্রেও ঘটতে পারে।’
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
ঘুরে আসুন পাথারিয়া পাহাড় | মৌলভীবাজারের দর্শনীয় স্থান | Patharia Pahar | Eye News
ছাত্রলীগের জন্য ‘তদবিরে’র সুযোগ চান এমপি জোহরা আলাউদ্দিন ।। Bangladesh Police Constable ।। Student League ।। EYE NEWS
মৌলভীবাজারে যন্ত্রসঙ্গীত উৎসবে সুরের মুর্ছনায় মাতলেন দর্শক ।। Instrumental music festival ।। EYE NEWS
হারানো বিড়াল লিওকে খুঁজে পেলেন জার্মান নারী জুলিয়া ।। German woman Julia finds lost cat Leo
- এবাদত হোসেন চৌধুরী: নিউজিল্যান্ডের সাত উইকেট গুড়িয়ে দিয়েছেন মৌলভীবাজারের ছেলে
- শুভ জন্মদিন ডিয়াগো ম্যারাডোনা
- বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সময়সূচি
- অবশেষে ছেলের নাম জানালেন সাকিব আল হাসান
- মাশরাফীর ছোট ভাই মোরসালিনও করোনায় আক্রান্ত
- সাকিব-মোস্তাফিজকে মাশরাফীর ব্যতিক্রমী শুভকামনা
- করোনা আক্রান্তের পর ফেসবুকে যা লিখলেন মাশরাফী
- সাকিব কন্যার ছবিতে বাজে মন্তব্য নিয়ে যা বললেন শিশির
- বাবা-ছেলের বৃষ্টি-বিলাস
- সাকিব দেশে ফিরছেন আজ রাতে!