গোলাম মুর্শেদ
বৈচিত্র্যময় প্রাণীর সন্ধানে
একটি পূর্ণবয়স্ক Mantis Shrimp.
বৈচিত্র্যময় প্রাণিজগতের হাজারো ভিন্নতার মাঝে আমাদের চোখ একেবারেই এবনরমাল বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করতে চায়। এপর্যন্ত সন্ধান পাওয়া প্রাণীগুলোর মধ্যে এরকম অসাধারণ বৈশিষ্ট্যসম্পন্ন একটা প্রজাতি সম্পর্কে সবাইকে ধারণা দেই।
কথা বলছি Mantis Shrimp-কে নিয়ে, ১০-৩৫ সেমি দৈর্ঘ্যের এর এই প্রাণির প্রায় ৫২০ টি প্রজাতির খোঁজ পাওয়া গেছে। প্রশান্ত ও ভারত মহাসাগরের উষ্ণ, অগভীর জলে এদের দেখা যায়, যারা প্রবালপ্রাচীরে গর্ত করে বসবাস করে। এশিয়ান ভ্যারিয়েন্টের অনেক রেস্টুরেন্টে এদের খুবই উপাদেয় খাবার হিসেবে খাওয়া হয়।
এবার বলি কেন এরা Superspecies এর কাতারে আসে সেই বিষয়ে। এই চিংড়িগুলো তাদের Claws/থাবা/নখর শিকারের সময় এমনভাবে ব্যবহার করে থাকে যা সত্যিই বিরল। একেকটি আঘাতের সময় থাবার আদিবেগ থাকে প্রায় ৮৩ kmph অর্থাৎ ঘন্টায় ৮৩ কিমি বেগে এবং এই আঘাতটি প্রায় আমাদের চোখের পলকের ৫০ ভাগের এক ভাগ সময়ের মধ্যে পরিচালিত হয়। তাছাড়া সমুদ্রের নিচে এই অস্বাভাবিক গতিবেগ সিস্টেমের একটি ক্ষুদ্র অংশে ব্যাপক প্রভাব ফেলে যার দরুণ আঘাতপ্রাপ্ত স্থানের পাশে উচ্চ তাপমাত্রার বাবলস গঠিত হয়। গবেষণায় দেখা যায়, এই বাবলসের তাপমাত্রা ক্ষণিকের জন্য সূর্যের তাপমাত্রার কাছাকাছি চলে যায় (সূর্যের সারফেস তাপমাত্রা প্রায় ৫৬০০° সেলসিয়াস)।
মজার বিষয় হচ্ছে, কোনো কারণে Mantis Shrimp এর প্রথম আঘাত যদি মিসও হয়ে যায়, তার পাশে উৎপন্ন বাবলসের শকওয়েভ তার শিকারকে আরেকবার আঘাত করে মেরে ফেলে বা অর্ধমৃত করে দেয়। এরা যেকোনো শামুক, ঝিনুকতুল্য প্রাণিকে নিমিষেই হত্যা করতে পারে। এজন্য সাধারণ কাঁচের গ্লাসে বা অন্য ছোট সামুদ্রিক প্রাণিদের সাথে এদের সংরক্ষণ করা যায় না।
Mantis Shrimp -এর চোখকে Extreme Mobile বলা হয়। অর্থাৎ এর তাদের চোখকে যেকোনো দিকে যেকোনোভাবে (3D) ঘুরাতে পারে। ধারণা করা হয়, প্রাণিজগতের সবচেয়ে জটিল চোখ তাদেরই যাতে ১২-১৬ ধরনের আলোক সংবেদী কোষ বিদ্যমান। এই চোখ বা পুঞ্জাক্ষী আল্ট্রাভায়োলেট (UV), অবলোহিত (Far-Red) এমনকি পোলারাইজড রশ্মিও বিশ্লেষণ করতে পারে। ২৫০ মিলিয়ন বছরের বিবর্তন একটি ক্ষুদ্র প্রাণিকে কোন লেভেলে নিয়ে আসতে পারে ভাবা যায়?
আই নিউজ/এইচএ
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু