আন্তর্জাতিক ডেস্ক
হামাস ইসরায়েল যুদ্ধে ভুগছে ইউক্রেন!
ইউক্রেনের বর্তমান প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি
আমেরিকার মদদে রাশিয়ার বিপক্ষে এতোদিন যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি বলেছেন,ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান হামাস ও ইসরাইল সংঘাত ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্বের মনোযোগ কেড়ে নিয়েছে। আর রাশিয়ারও এটি ‘একটি লক্ষ্য’ ছিল বলে অভিযোগ করেন তিনি।
রোববার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
শনিবার (৪ নভেম্বর) সফররত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের সঙ্গে কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, এটা স্পষ্ট যে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ইউক্রেন থেকে (সারা বিশ্বের) মনোযোগ কেড়ে নিচ্ছে।
তিনি বলেন, ইউক্রেনের প্রতি সবার মনোযোগটা ‘দুর্বল’ হোক, এটাই চেয়েছিল রাশিয়া। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘সবকিছুই আমাদের ক্ষমতায়’ আছে।
ইউক্রেন যুদ্ধ অচলাবস্থায় পৌঁছে গেছে বলে দেশটির শীর্ষ সামরিক জেনারেলের সাম্প্রতিক মূল্যায়ন সত্ত্বেও বিষয়টি অস্বীকার করেছেন জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে দক্ষিণাঞ্চলে ইউক্রেনের পাল্টা আক্রমণ এখন পর্যন্ত খুব সামান্যই অগ্রগতি অর্জন করেছে।
এই পরিস্থিতিতে কিয়েভের পশ্চিমা কিছু মিত্র দেশ উন্নত অস্ত্র এবং তহবিল প্রদান অব্যাহত রাখার বিষয়ে ক্রমবর্ধমান অনিচ্ছা প্রকাশ করছে বলে ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।
সংবাদ সম্মেলনে জেলেনস্কিকে ইউক্রেনের প্রধান সামরিক কমান্ডার ভ্যালেরি জালুঝনির সাম্প্রতিক একটি মূল্যায়ন সম্পর্কেও মন্তব্য করতে বলা হয়। সেখানে বলা হয়, যুদ্ধ এখন একটি ‘স্থবির’ বা স্থির পর্যায়ে চলে যাচ্ছে এবং এর ফলে মস্কো ‘তার সামরিক শক্তি পুনর্গঠনের সুযোগ পাবে’।
জেলেনস্কি বলেন, সবাই ক্লান্ত হয়ে পড়ছে এবং বিভিন্ন মতামত রয়েছে। তবে এটি কোনো অবস্থাতেই অচলাবস্থা নয়।
এদিকে শনিবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ নিশ্চিত করেছেন, দেশটির ১২৮তম মাউন্টেন অ্যাসল্ট ব্রিগেডের ইউক্রেনীয় সৈন্যরা নিহত হয়েছেন। এ ঘটনাকে তিনি ‘ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ক্রিমিয়ার কের্চ শহরে প্ল্যান্টে নিক্ষেপ করা ১৫টি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৩টি গুলি করে ধ্বংস করা হয়েছে। তবে হামলায় একটি রাশিয়ান জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরাও মনে করছেন, অক্টোবরের শুরু থেকে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ব মনোযোগ ইউক্রেন থেকে ঘুরে ফিলিস্তিন-ইসরায়েলের প্রতি গিয়েছে। এমনকি, ইউক্রেনের যুদ্ধের সবচেয়ে বড় সঙ্গী আমেরিকাও এই মুহুর্তে ইসরায়েলের দিকে সহায়তার হাত প্রসারিত করে দেয়ায় বঞ্চিত হচ্ছে ইউক্রেন। এতে করে রাশিয়ার সুবিধা হচ্ছে। তারা আগের তুলনায় বেশি মাত্রায় এখন হামলা চালাচ্ছে ইউক্রেনে।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- পঙ্গপাল না মেরে বিক্রি করে আয় করছেন কৃষকরা!