Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৮, ২৮ জুন ২০২১
আপডেট: ২১:৪১, ২৮ জুন ২০২১

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার প্রদান কর্মসূচির উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (২৮ জুন) সকাল ১১টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এদিন উপজেলা পরিষদ চত্বরে সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম এবং জাইকা প্রতিনিধি সুহান হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।

এসময় স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব পুরাতনের সভাপতি কুসমত আলী, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন। উপস্থাপনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

প্রসঙ্গত, এ কর্মসূচির আওতায় মোট ১৪৩০ জন কৃষককে ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং উচ্চ ফলনশীল ধানবীজ বিরি-৮৭ সহ হাইব্রিড ও উফশী বীজ প্রদান করা হবে।

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়