Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৮, ৪ মে ২০২১
আপডেট: ২৩:২০, ৪ মে ২০২১

হেফাজত থেকে পদত্যাগ করেও গ্রেফতার হলেন আব্দুর রহিম কাসেমী

সম্প্রতি সারাদেশে হেফাজতের নেতাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে গ্রেফতার হয়েছেন অধিকাংশ কেন্দ্রীয় নেতা। এসময় গ্রেফতার এড়াতে হেফাজতের কেন্দ্রীয় কমিটি থেকেও পদত্যাগ করেছিলেন অনেকে। হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদ ছেড়েও গ্রেপ্তার এড়াতে পারেননি মুফতি আব্দুর রহিম কাসেমী।

মঙ্গলবার (৪ মে) বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন।

তিনি বলেন, হামলার ঘটনার পর থেকে আব্দুর রহিম কাসেমীর গতিবিধি নজরদারি করে আসছিল পুলিশ। বিকাল ৪টার দিকে সিএনজি অটোরিকশায় করে শহরের দক্ষিণ দিকে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে হেফাজতের সহিংসতায় জড়িতদের বিচার দাবি করে পদত্যাগ করেছিলেন কাসেমী।

পুলিশ জানায়, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তাণ্ডবের ঘটনায় তথ্য-প্রমাণের ভিত্তিতে মাওলানা আব্দুর রহিম কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ভাঙচুর-আগুনের একাধিক মামলায় আসামি করা হতে পারে।

গত ২৩ এপ্রিল হেফাজতের তাণ্ডব ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য পাঠান আব্দুর রহিম কাসেমী। তাণ্ডবের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে দেশব্যাপী হেফাজতে ইসলামের ডাকে যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা নজিরবিহীন ও অমানবিক। দেশ ও জনগণের জানমালের ক্ষতি কোনোভাবেই ইসলামসম্মত হতে পারে না। তাই আমি ব্যক্তিগতভাবে এসব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় থাকি এবং আমার তত্ত্বাবধানে পরিচালিত সব মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের এসব দেশ ও ইসলামবিরোধী কাজে যোগদান না করতে বাধ্য করি।

হেফাজতের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে গ্রেফতার হয়েছেন সংগঠনের আরও বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। এদের মধ্যে উল্লেখযোগ্য নায়েবে আমির আহমেদ আব্দুল কাদের, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ঢাকা মহানগর শাখা হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব প্রমূখ

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ