Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৪, ১২ মে ২০২১
আপডেট: ০০:২৬, ১৩ মে ২০২১

নারায়ণগঞ্জে ভারতফেরত ব্যক্তির করোনা শনাক্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভারতফেরত এক ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সংক্রমণ র‍্যোধে ওই ব্যক্তির বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।

ভারতের চেন্নাই থেকে আসা ওই ব্যক্তির শরীরে পাওয়া ভাইরাসটি করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। জানা গেছে, যেকোনো সময় আক্রান্ত ব্যক্তিটিকে হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

জানা গেছে, গত কয়েক বছর ধরে ভারতের চেন্নাইতে কাজ করতেন ওই ব্যক্তি। সেখানে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় তিনি গত ৯ মে দেশে আসেন। প্রথমে তিনি বিমানে আখাউড়া পর্যন্ত আসেন, সেখান থেকে বর্ডার ক্রস করেন।

১০ মে থেকে তাকে নজরদারিতে রাখা হয়। ১১ মে তার নমুনা সংগ্রহ করা হয় এবং ১২ মে তার দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়। পরে সকালেই উপজেলা প্রশাসন ও রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির বাড়ি লকডাউন করে দেন।

জেলা করোনার ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম জানান, ভারতের চেন্নাই ফেরত একজন বাংলাদেশির শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাকে তার তারাবোর বাসায় হোম আইসোলেশনে রাখা হয়েছে। প্রয়োজনে যে কোনো সময় তাকে হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। তার পুরো বাড়িটির সব সদস্যদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা একান্ত জরুরি বিধায় পুরো বাড়িটি লকডাউন করে রেখেছে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়